আলিপুরদুয়ার। লোকালয়ে চলে এল বাইসন ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনকে কাবু করল বনদফতর। ঘটনাটি ঘটেছে রবিবার কালচিনি ব্লকের সাঁতালি এলাকায় এদিন জঙ্গল থেকে বেরিয়ে একটি বাইসন লোকালয়ে চলে আসে।বাইসনটি এলাকায় দাপিয়ে বেড়ায় । ঘটনাস্থলে বনদফতরে বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা পৌছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে। বনদফতর সুত্রে খবর বাইসনটিকে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।