আলিপুরদুয়ার জেলার প্রত‍্যন্ত এলাকা জয়ন্তী চা বাগান থেকে দুটি সরকারি বাস পরিষেবা চালু হল

0
272

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার প্রত‍্যন্ত এলাকা জয়ন্তী চা বাগান থেকে দুটি সরকারি বাস পরিষেবা চালু হল । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা পক্ষ থেকে সোমবার দুটি সরকারি বাস পরিষেবা চালু হল । একটি জয়ন্তী চা বাগান থেকে আলিপুরদুয়ার হয়ে ভায়া মালবাজার শিলিগুড়ি পৌছাবে এবং পূনরায় শিলিগুড়ি থেকে ছেড়ে আলিপুরদুয়ার হয়ে জয়ন্তী চা বাগানে আসবে। ওপরটি জয়ন্তী চা বাগান থেকে হাতিপোতা হয়ে আলিপুরদুয়ার পূনরায় আলিপুরদুয়ার থেকে ছেড়ে হাতিপোতা হয়ে জয়ন্তী এসে পৌছাবে।
সোমবার জয়ন্তী চা বাগানে আনুষ্ঠানিকভাবে এই দুটি বাস পরিষেবা চালু করে এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ বিশিষ্টজনেরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here