এক গ্যারেজ মিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে

0
622

গঙ্গারামপুর,২৯ মে : এক গ্যারেজ মিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে শহরের মিছিল করল গ্যারজ ইউনিয়নের কর্মীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর শহরে।
জানা গিয়েছে গঙ্গারামপুর শহরের মিশন মোড় এলাকার গ্যারজ মিস্ত্রি দীনেশ রায়। প্রতিদিনের মত রবিবারও দীনেশ বাবু কাজ করছিলেন। রবিবার ছুটির দিন থাকায় বেলা তিনটে পর্যন্ত কাজ করে সে বাড়ি ফেরার জন্য প্রস্তূতি নেয়।সে সময় দুই ব্যক্তি গাড়ির কাজ করতে বলে। এনিয়ে দুইপক্ষের মধ্যে তর্ক বির্তক শুরু হয়। অভিযোগ সে সময় গ্যারজ মিস্ত্রি দীনেশ বাবুকে দুই ব্যক্তি মারধর করে। ঘটনার পর সোমবার গঙ্গারামপুর গ্যারজ মিস্ত্রি ইউনিয়নের কর্মীরা কাজ বন্ধ রাখেন। প্রতিবাদ জানিয়ে মিছিল বের করেন। মিছিলটি শহরের মিশনমোড় এলাকা থেকে বেরিয়ে বাসস্ট্যান্ড,হাইরোড়,নিউমার্কেট ঘুরে থানায় গিয়ে হাজির হয়। সেখানে ক্ষোভে ফেটে পড়েন গ্যারজ মিস্ত্রিরা।
গ্যারজ মিস্ত্রি দীনেশ রায় অভিযোগ করে বলেন,রবিবার ছুটির দিন থাকায় আমরা বেলা তিনটে পর্যন্ত কাজ করি। গতকালও বেলা তিনটে পর কাজ শেষ করে বাড়ি যাবার জন্য প্রস্তূতি নিচ্ছিলম। সে সময় রাজু দেবনাথ ও শংকর ঘোষ নামে দুই ব্যক্তি এসে জোড় করে গাড়ির কাজ করতে বলে। কিন্তু আমি কাজ করতে অস্বীকার করলে তারা আমাকে মারধর করে। সেজন্য থানায় অভিযোগ জানাতে এসেছি।
গঙ্গারামপুর গ্যারজ ইউনিয়নের সম্পাদক প্রেমা দাস বলেন,রবিবার যেহেতু ছুটির দিন ছিল। তাই বেলা তিনটের পর দীনেশ রায় নামে আমাদের এক সদস্য কাজ করতে চাইলে তাকে মারধর করা হয়। এই ঘটনায় প্রতিবাদ জানাতে আজকে মিছিল বের করা হয়েছে। বিষয়টি আমরা থানায় অভিযোগ জানাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here