কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে দ্রুত গতিতে জল নিষ্কাশনের জন্য হাই ড্রেনের কাজ শুরু হলো

0
237

উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি শহর কালিয়াগঞ্জ ।২৫ বছর আগে এই শহর পৌরসভায় রূপান্তরিত হলেও এখনো অবধি জল নিষ্কাশনের ব্যবস্থা শহরের তেমনভাবে গড়ে না ওঠায় শহরবাসীরা চরম সমস্যায় দিন গুজরান করছে। যদিও এই সমস্যার সমাধানের ব্যাপারে পৌরসভার তৎপরতায় কাজ শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। উল্লেখ্য প্রতিবছরই বর্ষার সময় একটু বৃষ্টি হলেই কালিয়াগঞ্জের বেশ কিছু জায়গায় জল জমে যায়। যে জল বেরোতে কয়েক দিন লেগে যায়। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় শহরবাসীকে। বিশেষ করে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় থেকে হাসপাতাল রোড অব্দি যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে অল্প বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যায়। ফলে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ব্যবসায়ীদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিবারই। বহুবার এলাকার বাসিন্দারা এই সমস্যা দূর করার জন্য পৌরসভায় দরবার করলেও সেই সমাধান হয়নি। অবশেষে বর্তমানে পৌরসভার উদ্যোগে বর্তমানে দ্রুত গতিতে জল নিষ্কাশনের জন্য হাই ড্রেনের কাজ শুরু হয়েছে। কাজ চলছে এখন দ্রুত গতিতে। ফলে খুশি ঘরের মানুষ। এখন শহরের নাগরিকরা জানান যেভাবে কালিয়াগঞ্জ পৌরসভা এখন এই জল নিষ্কাশনের ব্যাপারে শহরজুড়ে তৎপরতা নিয়েছে তা খুবই প্রশংসনীয়। তারা দাবি করেন দ্রুততার সাথে এই কাজ সম্পূর্ণ করে যাতে জল নিষ্কাশনের সমস্যা তাই সমাধান হয় সে ব্যাপারে পৌরসভা কে আরো তৎপরতার সাথে কাজ করতে হবে। এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা জানান শহরবাসীর কথা চিন্তা করে তারা শহরের বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনের জন্য হাইড্রেনের কাজ শুরু করেছে। দ্রুত এই কাজ চলছে। কিছুদিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে শহরবাসীর কাছে এই সমস্যা থাকবে না বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here