পতিরামে প্রতিবন্ধীদের সাহাযার্থ্যে বিশেষ শিবির সাংসদের

0
196
পতিরামে প্রতিবন্ধীদের সাহাযার্থ্যে বিশেষ শিবির সাংসদের। উপচে পড়া ভিড় বিশেষ চাহিদা সম্পন্নদের।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ মে ——– প্রতিবন্ধীদের সাহাযার্থ্যে জেলাজুড়ে একাধিক শিবিরের উদ্যোগ সাংসদের। উপচে পড়া ভিড় বিশেষ চাহিদা সম্পন্নদের। সোমবার সকাল থেকে এমনই চিত্র দেখা গেল পতিরাম হাইস্কুলে আয়োজিত প্রতিবন্ধীদের বিশেষ শিবিরে। ফ্রি এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এদিন চিহ্নিত করা হয় বিশেষ চাহিদা সম্পন্নদের। প্রসঙ্গত, জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবন্ধীদের  নানাবিধ সমস্যা উপলব্ধি করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এরপরই এই সমস্যা সমাধানে উদ্যোগী হন সংসদ। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও চলতে ফিরতে যেন তাদের কোন সমস্যা না হয়, সে দিকটি লক্ষ্য রেখে একাধিক ব্যবস্থা গ্রহণ করেন সুকান্ত মজুমদার। কৃত্রিম পা থেকে শুরু করে ট্রাই সাইকেল সহ বিভিন্ন জিনিসপত্র প্রদানে উদ্যোগী হন তিনি। আর যে লক্ষ্যেই জেলাজুড়ে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প করবার উদ্যোগ নেন সাংসদ। যেখানে শনাক্তকরণের মাধ্যমে তুলে আনা হয় প্রকৃত প্রতিবন্ধীদের। পতিরাম হাইস্কুলে অনুষ্ঠিত এদিন সেই ক্যাম্পেই উপচে পড়ে শারিরীক অক্ষম  ব্যক্তিদের ভিড়। যেখানে এদিন ১৯৩ জনকে চিহ্নিত করা হয়েছে।
পলি দাস নামে এক মহিলা বলেন, তার দুই ছেলেই প্রতিবন্ধী। তাদের চলাফেরার প্রচুর সমস্যা হয়। তাই সরকারীভাবে যদি কোন ব্যবস্থা হয় তার জন্যই এদিন মেডিকেল ক্যাম্পে এসে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
বিশ্বনাথ সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাংসদের উদ্যোগেই এই ক্যাম্প। এদিন এই ক্যাম্পে নাম নথিভুক্তিকরণ করা হয়েছে। যাদের পরবর্তীতে সাংসদ তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবেন।
তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু বলেন, প্রতিবন্ধীদের সাহাযার্থ্যেই এই বিশেষ উদ্যোগ সাংসদের। জেলাজুড়ে আটটি ক্যাম্প করে তাদের চিহ্নিত এবং তারপরেই তাদের হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here