গঙ্গারামপুর পৌরসভার মাধ্যমে গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে ৫ ও ১৩ ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দিয়ে স্কুলের পোশাক তৈরি করার কাজের সূচনা করেন চেয়ারম্যান ,

0
269

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ২৬ মে দক্ষিণ দিনাজপুর  :শহর এলাকার  স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ দিয়ে স্বাবলম্বী করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পৌরসভা।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার মাধ্যমে গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে ৫ ও ১৩ ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের স্কুলের পোশাক তৈরি করার কাজের সূচনা করেন চেয়ারম্যান।সেখানে কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন।

                                              গঙ্গারামপুর পৌরসভা  জানা গেছে,পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র শহর এলাকার ১৮টি ওয়ার্ডের মধ্যে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন তাদের স্বাবলম্বী করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। গত বছর বিভিন্ন স্কুলের পোশাক তৈরি করে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন ওই সমস্ত স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। বুধবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রভবনের মধ্যে ৫ ও ১৩নম্বর ওয়ার্ডের স্বনির্ভরশীল মহিলাদের দিয়ে যে  বিভিন্ন স্কুলের পোশাক তৈরি করা হচ্ছে সেই কাজে সূচনা করেন তিনি। অনুষ্ঠানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ছাড়াও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,লক্ষ্মী হালদার দেব বর্মন, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ  পৌরসভার একাধিক কাউন্সিলেরা উপস্থিত ছিলেন।                

    গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন , আমরা সব সময় চেয়েছি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের  আরো বেশি করে  স্বনির্ভর করে তোলার জন্য। সেই লক্ষ্যেই বিভিন্ন স্কুলের পোশাক ধরে কাজ দেওয়া হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এর ফলে তারা অনেক অর্থেই আর্থিকভাবে স্বাবলম্বী হবে।                            

     পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here