পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ মে ——– ডি ওয়াই এফ আই ও এস এফ আয়ের বিক্ষোভের জেরে পুলিশি ব্যারিকেড ভাঙলো বালুরঘাটে। বুধবার বিকেলে এই ঘটনাকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জেলা প্রশাসনিক ভবন চত্বর এলাকায়। মহাকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে এসেই এমন ব্যারিকেড ভাঙার ঘটনা বিক্ষোভকারীদের। স্বচ্ছ নিয়োগ, বালুরঘাট হাসপাতালের মান উন্নয়ন, বালুরঘাট পৌরসভার দুর্নীতির তদন্ত সহ বিভিন্ন দাবিতে এদিন শহরজুড়ে একটি মিছিল করে ডি ওয়াই এফ আই ও এস এফ আয়ের কর্মীরা। যে মিছিল আটকাতেই জেলা প্রশাসনিক ভবন চত্বর এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ প্রশাসন।কিন্তু পুলিশের ব্যারিকেড এর তোয়াক্কা না করে মিছিল এগিয়ে যেতে থাকে প্রশাসনিক ভবন চত্বরে। ব্যারিকেড ভেঙ্গে সরিয়ে দেন বিক্ষোভকারীরা। যাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এদিন ডি ওয়াই এফ আই ও এস এফ আয়ের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আয়ের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, দক্ষিণ দিনাজপুর জেলা ডি ওয়াই এফ আই সভাপতি সমীরণ সাহা, এস এফ আই এর জেলা সভাপতি সুরজিৎ সরকার সহ অন্যান্যরা।। যদিও এই ডেপুটেশন কর্মসূচীর সেরকম কোন অনুমতিই ছিল না এদিন বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
ডি ওয়াই এফ আয়ের রাজ্য নেতা ধ্রুবজ্যোতি সাহা বলেন, রাজ্যজুড়ে শাসক দলের লাগামহীন দুর্নীতি, বেকারদের কোন কর্মসংস্থান নেই, সরকারি হাসপাতালগুলোতে বেহাল অবস্থা, যেসবের বিরুদ্ধেই এদিন এই আন্দোলন।