সামাজিক সচেতনতার বার্তা দিয়ে বালুরঘাটে পালিত হল পুলিশ দিবস

0
291

বালুরঘাট, ১ সেপ্টেম্বর: সামাজিক সচেতনতার বার্তা দিয়ে বালুরঘাটে পালিত হল পুলিশ দিবস। শুক্রবার এই বিশেষ দিনটিকে সামনে রেখে গোটা বালুরঘাট শহরজুড়ে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বালুরঘাট থানার পুলিশ। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ দিবসের এই দিনটিকে এদিন ভিন্ন মাত্রা দিতে সকাল থেকেই প্রথমে পুলিশ কর্মীদের মধ্যে পুলিশ ডের বিশেষ ব্যাচ পরানো হয় বালুরঘাট থানার পুলিশের তরফে। এরপরই চলে বনাঢ্য র‍্যালি। যেখানে বাল্যবিবাহ রোধ, সেফ ড্রাইভ সেভ লাইফ, বিশ্ব উষ্ণায়ন রোখা সহ একাধিক সামাজিক বার্তা দেওয়া হয়। শুধু তাই নয়, সারা বছর পুলিশ কর্মীরা কি ভাবে সাধারণ মানুষের পাশে থাকেন এদিন সেই বার্তাও র‍্যালির মাধ্যমে তুলে ধরা হয় বালুরঘাট থানার তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here