দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের প্রতিবাদে গঙ্গারামপুর ও তপনে বিক্ষোভ দেখালন তৃণমূল ছাত্র পরিষদ

0
286

তপন,৪ অক্টোবর : দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের প্রতিবাদে গঙ্গারামপুর ও তপনে বিক্ষোভ দেখালন তৃণমূল ছাত্র পরিষদ।
১০০ দিনের কাজের টাকা,আবাস যোজনার ঘরে টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্না দিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস। সেখানে অবস্থান বিক্ষোভ চলাকালীন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এর প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার তৃণমূল নেতা কর্মীরা।পাশাপাশি এদিন গঙ্গারামপুর ও তপনে অবস্থান কর্মসূচি করা হয়।
এদিন বিকেল হতে তপন চৌরঙ্গিতে ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন তপন ব্লক তপন বিধানসভার সভাপতি সুব্রত ধর মহাশয়, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনিকুল ইসলাম, চন্ডিপুর অঞ্চলের সভাপতি মোজাফফর সরকার, অঞ্চলের সভাপতি মহসিন আলী সরকার যুব সভাপতি রাজীব হেমরম কলেজের জিএস রাশেদ খান ফিরোজ খান আরিফ মণ্ডল অমিত ঘোষ সহ সকল স্তরের তৃণমূল ছাত্র পরিষদ এবং ব্লক স্তরের নেতৃত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here