প্রতিমা নিরঞ্জন নিয়ে সতর্ক প্রশাসন। দুর্ঘটনা এড়াতে একাধিক উদ্যোগ বালুরঘাট পৌরসভার

0
254

প্রতিমা নিরঞ্জন নিয়ে সতর্ক প্রশাসন! জেলাশাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে বালুরঘাটে আত্রেয়ী সদরঘাট পরিদর্শন অশোক মিত্রের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ অক্টোবর ———- প্রতিমা নিরঞ্জন নিয়ে সতর্ক প্রশাসন। দুর্ঘটনা এড়াতে একাধিক উদ্যোগ বালুরঘাট পৌরসভার। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের সর্বস্তরের কর্তাদের নিয়ে আত্রেয়ী সদর ঘাট পরিদর্শন করে এমনটাই জানান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। যেখানে অনান্যদের মধ্যে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, ডিএসপি সোমনাথ ঝা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ অনান্য প্রশাসনিক কর্মকর্তারা।

প্রসঙ্গত, দূর্গা পূজার প্রতিমা নিরঞ্জন নিয়ে প্রতি বছরই কমবেশি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আত্রেয়ীর সদরঘাট এলাকায়। বিশেষ করে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের তরফে প্রতিমা নিয়ে আসা ট্রাক্টর গুলিকে নিয়ে। যে বিষয়টি অনেক আগে থেকেই উপলব্ধি করে প্রায় ৩৪ লক্ষ টাকা বরাদ্দে আত্রেয়ীর সদর ঘাটে হাইড্রোলিক ট্রলি নির্মানের সিদ্ধান্ত নেয় বালুরঘাট পুরসভা কতৃপক্ষ। পুজোর মধ্যে যার আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্তও নিয়েছে পুরসভা। এদিন বিকেলে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার কে সঙ্গে নিয়ে সেই এলাকা পরিদর্শন করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। চারপাশ ঘুরে দেখবার পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের দিন যেকোন দুর্ঘটনা এড়াতে একাধিক ব্যবস্থা নেবার উদ্যোগ নেয় প্রশাসন।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, হাইড্রোলিক ট্রলির মাধ্যমে এবারে প্রতিমা নিরঞ্জনে অনেকটাই উপকৃত হবে শহরের সাধারণ মানুষ।

পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, প্রতিমা নিরঞ্জনে যেকোন দুর্ঘটনা এড়াতে একাধিক নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এবারে আত্রেয়ী সদর ঘাটে।

জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, পুজোর দিনগুলি ছাড়াও প্রতিমা নিরঞ্জনে জেলার সবকটি নদীর ঘাটেই বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here