সন্ধ্যা নার্সিং ডায়াগনস্টিক সেন্টারের উদ্যগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা সুভাষ পল্লি নার্সিং হোম চত্বরে। এদিনের রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন চিকিৎসক টিকে সাহা,চিকিৎসক শতদল ঘোষ,নার্সিং হোম কর্তৃপক্ষ আনন্দ পাল প্রমুখ।
পুজো মরসুমে জেলার হাসপাতাল গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে।রক্তের জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে রোগীর আত্মীয়দের। এমন পরিস্থিতিতে রোগীদের কথা চিন্তা করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে সন্ধ্যা নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ। প্রায় ২০ জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।
এবিষয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ আনন্দ পাল বলেন (বাইট )
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর সন্ধ্যা নার্সিং ডায়াগনস্টিক সেন্টারের উদ্যগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল