গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলাদের স্বাস্থ্য পরিষেবায় আরও বেশি করে সুবিধা পৌঁছে দিতে ২০ বেডের নতুন রুমের সূচনা করলেন রাজ্যের মন্ত্রীর হাত দিয়ে

0
289

গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলাদের স্বাস্থ্য পরিষেবায় আরও বেশি করে সুবিধা পৌঁছে দিতে ২০ বেডের নতুন রুমের সূচনা করলেন রাজ্যের মন্ত্রীর হাত দিয়ে,উপস্থিত বিশিষ্টজনেরা

গঙ্গারামপুর ১৪অক্টোবর দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলাদের আরও ভালো স্বাস্থ্য পরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০বেডের একটি রুমের উদ্বোধন করা হলো। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। সেখানে জেলা পরিষদের সভাধিপতি, জেলা মুখ্যস্বাস্থ্য অধিকারীক, গঙ্গারামপুরের মহকুমা শাসক,রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য, হাসপাতালে সুপার, সহকারী সুপার,সমাজসেবী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মহিলাদের চিকিৎসা পরিষেবার আরো বেশি করে সুবিধা দিতেই এমন উদ্যোগ বলে জানা গেছে। গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে গঙ্গারামপুর মহকুমার চারটি ব্লকের পাশাপাশি দুটি পৌরসভা বালুরঘাট মহকুমার তপন কুমারগঞ্জ সহ মালদা জেলার আশপাশের বহু এলাকা থেকেও এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন। বহুদিন ধরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল কালদিঘিতে সুপার ছিলেন বর্তমান জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। তিনি বিভিন্ন সময়ে সেই হাসপাতালে সুপার থাকাকালীন বহু উন্নয়নমুলক কাজ করেছেন। বর্তমানে তিনি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব পাওয়ার পরে একাধিক প্রশাসনিক দায়িত্বে থেকে আধিকারিকদের সঙ্গে নিয়ে এই হাসপাতালে কাজ করতে শুরু করেন। বর্তমানে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে মহিলাদের জন্য বেডের সংখ্যা কিছুটা হলেও কম রয়েছে। সেই বিষয়টি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারী ডক্টর সুদীপ দাস রাজ্যের স্বাস্থ্য বিভাগ ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে জানান। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা ও মুখ্যস্বাস্থ্য আধিকারিকের উদ্যোগ রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের সহযোগিতায় গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে ২০বেডের মহিলাদের জন্য নতুন একটি রুমে সূচনা করা হয়। মহিলাদের জন্য ২০বেডের রুম উদ্বোধনি অনুষ্ঠানে মন্ত্রী ছাড়ায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা,জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস,গঙ্গারামপুরে মহকুমা শাসক পি প্রমথ,গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য জয়ন্ত কুমার দাস, হাসপাতালের সুপার বাবুসোনা সাহা, অতিরিক্ত সুপার নয়ন সরকার, চিকিৎসক অভিজিৎ ভৌমিক, সমাজসেবী আব্দুল মিত্রসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেনমহিলাদের জন্য স্বাস্থ্য পরিসেবা আরো বেশি করে পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।এর ফলে অনেক সুবিধা হল স্বাস্থ্য পরিষেবা নিতে আসা মহিলাদের। এবিষয়ে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারী ডক্টর সুদীপ দাস জানিয়েছেন,রাজ্য সরকার চাইছে সকলেই যেন স্বাস্থ্য পরিষেবা ভালো পায়।সেই কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গঙ্গারামপুরে মহকুমা শাসক পি প্রমথ জানিয়েছেন,মহিলারাও যেন আরো ভালো স্বাস্থ্যপরিসেবা পায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মহিলা রোগীদের সুবিধা হবে। ফের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে আরো একটি উন্নয়নের পালক জুড়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here