রাজ্য ছাড়িয়ে এবারে ভিনরাজ্যেও প্রতারণার জাল জেপির! পতিরাম থেকে গ্রেফতার জয়প্রকাশ সরকার।

0
761

রাজ্য ছাড়িয়ে এবারে ভিনরাজ্যেও প্রতারণার জাল জেপির! পতিরাম থেকে গ্রেফতার জয়প্রকাশ সরকার।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ অক্টোবর ———- লোন করে দেবার নাম করে প্রতারণা চক্র! পতিরাম থেকে গ্রেফতার জয়প্রকাশ সরকার ওরফে জেপি। রবিবার রাতে তার নিজস্ব বাড়ি থেকেই গ্রেফতার করে পতিরাম থানার পুলিশ। যার বিরুদ্ধে ৫ কোটি টাকা লোন করে দেবার নাম করে প্রায় ৬ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে। কেরালার এক ব্যবসায়ীর দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃত জেপি কে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সুত্রের খবর অনুযায়ী, দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের বাসিন্দা জয়প্রকাশ সরকার ওরফে জেপি বেশকিছুদিন ধরেই তার প্রতারণার জাল বিস্তার করেছিল জেলা ও রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও। যে ঘটনায় এর আগেও পুলিশ গ্রেফতার করেছিল তাকে। এবারেও সেই একই কায়দা অবলম্বন করে অনলাইনে লোন পাইয়ে দেওয়ার নাম করে ৫ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাৎ করে। কেরলের এক ব্যবসায়ীরকে প্রায় পাচ কোটি টাকা লোন করে দেবার নাম করেই এই টাকা আত্মসাৎ বলে দাবি পুলিশের। টাকা দেবার পরে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও কেরালার ওই ব্যবসায়ী তার লোনের টাকা না পাওয়ায় রবিবার পতিরামে এসে জয়প্রকাশ সরকার ওরফে জেপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে ওইদিন রাতেই ওই প্রতারককে গ্রেফতার করেছে পতিরাম থানার পুলিশ। এদিন ধৃত জয়প্রকাশকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের হেফাজত মঞ্জুর করেছেন। তবে এই ঘটনার পিছনে বেশ বড়সড় চক্র রয়েছে বলে অনুমান করছে পুলিশ। যার মধ্যে বেশকিছু প্রভাবশালী ব্যক্তি রয়েছে বলেও ইতিমধ্যে জানতে পেরেছে পুলিশ।

দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, লোন করে দেবার নামে প্রতারণার অভিযোগে জয়প্রকাশ সরকার কে গ্রেফতার করা হয়েছে। যাকে ১০ দিনের পুলিশ হেফাজত নিয়ে ঘটনার তদন্তে নামা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here