ভক্তি ও নিষ্ঠার মধ্য দিয়ে গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়া দুর্গোৎসব কমিটির সদস্যরা দুর্গাপুজো করে থাকেন

0
156

ভক্তি ও নিষ্ঠার মধ্য দিয়ে গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়া দুর্গোৎসব কমিটির সদস্যরা দুর্গাপুজো করে থাকেন,পূজোর কয়েকটা দিন সকলের বাড়িতে জ্বালানো হয় না উনুন,বিসর্জনের দিনেও মায়ের বিদায় বেলায় এলাকাবাসীদের মধ্যে থাকে উন্মোদনা

গঙ্গারামপুর ,২৩অক্টোবর, দক্ষিণ দিনাজপুর।প্রতিবছরের মতো এবছরও ধুমধাম সহকারে মাতৃ আরাধনায় মাতলেন এলাকার বাসিন্দারা। ভক্তি ভরে এলাকার মানুষজনেরা মাকে পুজো আরাধনার মধ্যে দিয়ে পুজোর কয়েকদিন পালন করেন।দশমীর দিন আনন্দ উৎসবের মধ্য দিয়ে মাকে বিসর্জনওদেন তারা।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি,যে দূর্গা পুজোর পরিচালনায় থাকেন উড়ান ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি নামে পাড়ার সংস্থাটি।পাড়ার সকল মানুষজনেরা পূজোর কয়েকটা দিন তাদের বাড়িতে উনুন জ্বালান না,দশমীর পরেই মাকে বিসর্জন জানানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে এমন নিয়ম পালন করে থাকেন তারা বলে জানা গিয়েছে।সব মিলিয়ে ভক্তি নিষ্ঠার কোন ঘামতি থাকে না তাদের এই দুর্গা পুজোতে। গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ডাকবাংলাপাড়া দুর্গোৎসব কমিটির এই পুজোটি এবছর ১৫তম বর্ষে পদার্পণ করল।পুজোর পরিচালনা করে থাকেন উক্ত এলাকার উড়ান ঐকতান ওয়েলফেয়ার সোসাইটি সকল সদস্যরা মিলে। দুর্গাপূজার শুরু থেকেই ডাক বাংলোপাড়া এলাকার বাসিন্দারা তাদের সকলের ভক্তি-নিষ্ঠার মধ্য দিয়ে প্রতিবছর তারা দুর্গা দেবীর আরাধনায় মাতেন।পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা পুজো পরিচালন দায়িত্বে থাকা অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী তথা বিশিষ্ট আইনজীবী রঞ্জন কুমার পান্ডে(বুগলি),সমাজসেবী তথা সাংবাদিক পুজো কমিটির সম্পাদক চয়ন হোড়, পুজো কমিটির সভাপতি রনধীর ব্যানার্জি, কোষাধক্ষ্য উদয় কৃষ্ণ সরকার, সদস্য নারায়ন সরকার,পার্থ সরকার , তাপস রায়,গণেশ সাহা,মহিলা অন্যতম সদস্যা অর্পিতা হোড়, পিংকি পান্ডে, চুমকি সাহা, পুতুল দত্ত, পাপিয়া সরকার,সপ্তমী ভৌমক সহ আরো অনেকেই। এবিষয়ে পুজো কমিটি অন্যতম সদস্য তথা বিশিষ্ট আইনজীবী রঞ্জন পান্ডে জানিয়েছেন,পুজোর কয়েকটা দিন আমরা এলাকাবাসীরা বাড়িতে উনুন জ্বালায় না। ধুমধাম সহকারে মাকে বিসর্জন দেওয়া হয়। সকলেই মহানন্দে পূজোর এই কয়টা দিন আমরা পালন করে থাকি। মা যেন সবাইকে ভালো রাখে সেই প্রার্থনাই করা হয় সকলের তরফে মায়ের কাছে। সাংবাদিক তথা পুজো কমিটির সম্পাদক চয়ন হোড় জানিয়েছেন, সকলে মিলে উৎসবের এই দিনগুলো পালন করি ও মাকে বিদায় জানাই। কি করে যে পুজোর দিনগুলো পার হয়ে যায় বুঝে উঠতে পারি না। মা সবাইকে ভাল রাখুক এই কামনাই করি। সব মিলিয়ে ডাকবাংলা পাড়ার পুজোতে থাকো সকলের ভক্তি ও নিষ্ঠা ।করা হয় আনন্দ অনুষ্ঠানও।ভক্তদের চোখের জ্বলে মাকে বিদায় জানানো হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here