প্রথমবার দূর্গাপূজো কার্নিভাল হল জলপাইগুড়িতে

0
162

জলপাইগুড়ি:-

প্রথমবার দূর্গাপূজো কার্নিভাল হল জলপাইগুড়িতে। তা দেখতে ভিড় উপচে পড়ল আমজনতার।
গতবছর মালনদীতে হড়পা বান বিপর্যয় এবং ৮জনের মৃত্যুর ঘটনার জন্য কার্নিভাল বাতিল করে দেওয়া হয়েছিলো জলপাইগুড়িতে। তাই এবার প্রথম কার্নিভাল ঘিরে সাজোসাজো রব ছিলো জলপাইগুড়িতে। মোট ১৫টি পূজো কমিটি অংশ নিয়েছিলো কার্নিভালে। জলপাইগুড়ি ক্লাব রোডে মূল মঞ্চ করা হয়েছিলো।কার্নিভালের শুভসূচনা করেন রাজ্যের অনগ্রসরশ্রেনী কল্যান মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলাশাসক শামা পারভিন,জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা বর্মন সহ বিশিষ্টজনেরা। ৬টা নগাদ শুরু হয় কার্নিভালের অনুষ্ঠান। পুজো কমিটির সুসজ্জিত ট্যাবলো করে প্রতিমা নিয়ে আসে একে একে। পূজো কমিটির সদস্যরা মঞ্চের সামনে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত করেন। পুরো অনুষ্ঠান ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিলো। এরপর প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় কিং সাহেব ঘাটে। কড়া নিরাপত্তার ব্যাবস্থা ছিলো করলা নদীর কিং সাহেব ঘাটেও। পুজো কমিটির সদস্যদেত নদীতে নামতে দেওয়া হয়নি। ক্রেনের সাহায্যে পুরসভার কর্মীদের দিয়ে প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করা হয়। এদিনের কার্নিভাল ঘিরে সাজোসাজো রব ছিলো সাধারণ মানুষের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here