লক্ষীপূজোর বাজার জমজমাট জলপাইগুড়ি’তে

0
298

জলপাইগুড়ি:-

লক্ষীপূজোর বাজার জমজমাট জলপাইগুড়ি’তে। তবে প্রতিমা থেকে ফল, ফুল, পূজোর সামগ্রী সব কিছুরই দাম বাড়ায় পকেটে টান আমজনতার।

রাত পোহালেই ঘরে ঘরে শুরু হবে ধনদেবীর আরাধনা। এ এক এমন পূজো যা বাঙালীর ঘরে ঘরে হয়। তাই বাজারে ছুটতেই হয় সকলকে। সেইমত শুক্রবার ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট ছিলো জলপাইগুড়ির স্টেশন বাজার, বয়েলখানা বাজার, দীনবাজার। সাঁচে গড়া লক্ষীর প্রতিমা থেকে শুরু করে লক্ষীর সরা সব কিছুরই দাম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন গতবছরের তুলনায় ২০%দাম বেড়েছে প্রতিমা এবং সরার। মূলত মাটির দাম বৃদ্ধি, যানবাহনের ভাড়া বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি।
অন্যদিকে, পূজার অন্যতম পদ্মফুলের দামও আকাশছোঁয়া। আধফোটা পদ্মফুলের দাম ৬০টাকা,পদ্মকুড়ির দাম ৩০টাকা।
দাম বেড়েছে শসা, কমলালেবু, আপেল, আখ, সহ পূজোর অন্যান সামগ্রীর। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে।
বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন, মূল্যবৃদ্ধি হলেও সাধ্যমতো কিনতেই হচ্ছে, ধনদেবীর আরাধনা তো আর বাদ দেওয়া চলে না। তবে দাম বাড়লেও জলপাইগুড়ির বাজারগুলিতে এদিন বিকিকিনি ভালোই হয়েছে। ফলে বিক্রেতাদের মুখের হাসি ছিলো বেশ চওড়া।

ভিস বাইট👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here