তপনের জশরাইলে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

0
239

তপনের জশরাইলে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা বলে অনুমান, তদন্তে পুলিশ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের জশরাইল এলাকায়।
জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম আল্পনা মার্ডি (২৭) এবং যুবকের নাম লব হেমরম(২৪) বাড়ি তপন থানার দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের সরিফাবাদ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জশরাইলে এক পুকুর পাড়ে গাছে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।
খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত গৃহবধূর ওই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁরা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here