সারের কালোবাজারি রুখতে দিনভর অভিযান চালাল গঙ্গারামপুর কৃষি দপ্তরের আধিকারিকরা। ৮ জন সারের দোকানদারকে শোকজ করা হয়েছে বলে দাবি। আমন ধান কাটার পর আলু,সর্ষে গম ও ডাল বোনা শুরু করবেন কৃষকরা। এসব সারের দরকার হয়। সেই সুযোগে এক শ্রেনীর ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য থেকে সারের দাম বাড়িয়ে খোলা বাজারে বিক্রি করে থাকে। চড়া দামে এক বস্তা সার কিনতে হিমশিম খেতে হয় প্রান্তিক কৃষকদের। তাই রবি শস্যে বোনার আগে সারের কালোবাজারি রুখতে এদিন জগদীশপুর,পৈতাদিঘি,বাসুরিয়া এলাকার প্রায় ২২ টি দোকানে অভিযান চালায় গঙ্গারামপুর কৃষি অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। অভিযান চালিয়ে গোডাউন খতিয়ে দেখেন।খতিয়ে দেখেন সার বিক্রির চালাল। এতে হিসেবে গড়মিল থাকায় ৮ টি সারের দোকান মালিকে শোকজ করা হয়েছে। আজকের অভিযানে ছিলেন গঙ্গারামপুর ব্লক সহ কৃষি অধিকর্তা সুদীপ্ত সরকার সহ অন্যান্য আধিকারিকরা

0
414

সারের কালোবাজারি রুখতে দিনভর অভিযান চালাল গঙ্গারামপুর কৃষি দপ্তরের আধিকারিকরা। ৮ জন সারের দোকানদারকে শোকজ করা হয়েছে বলে দাবি।
আমন ধান কাটার পর আলু,সর্ষে গম ও ডাল বোনা শুরু করবেন কৃষকরা। এসব সারের দরকার হয়। সেই সুযোগে এক শ্রেনীর ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য থেকে সারের দাম বাড়িয়ে খোলা বাজারে বিক্রি করে থাকে। চড়া দামে এক বস্তা সার কিনতে হিমশিম খেতে হয় প্রান্তিক কৃষকদের। তাই রবি শস্যে বোনার আগে সারের কালোবাজারি রুখতে এদিন জগদীশপুর,পৈতাদিঘি,বাসুরিয়া এলাকার প্রায় ২২ টি দোকানে অভিযান চালায় গঙ্গারামপুর কৃষি অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। অভিযান চালিয়ে গোডাউন খতিয়ে দেখেন।খতিয়ে দেখেন সার বিক্রির চালাল। এতে হিসেবে গড়মিল থাকায় ৮ টি সারের দোকান মালিকে শোকজ করা হয়েছে। আজকের অভিযানে ছিলেন গঙ্গারামপুর ব্লক সহ কৃষি অধিকর্তা সুদীপ্ত সরকার সহ অন্যান্য আধিকারিকরা।। ৮ জন সারের দোকানদারকে শোকজ করা হয়েছে বলে দাবি।
আমন ধান কাটার পর আলু,সর্ষে গম ও ডাল বোনা শুরু করবেন কৃষকরা। এসব সারের দরকার হয়। সেই সুযোগে এক শ্রেনীর ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য থেকে সারের দাম বাড়িয়ে খোলা বাজারে বিক্রি করে থাকে। চড়া দামে এক বস্তা সার কিনতে হিমশিম খেতে হয় প্রান্তিক কৃষকদের। তাই রবি শস্যে বোনার আগে সারের কালোবাজারি রুখতে এদিন জগদীশপুর,পৈতাদিঘি,বাসুরিয়া এলাকার প্রায় ২২ টি দোকানে অভিযান চালায় গঙ্গারামপুর কৃষি অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। অভিযান চালিয়ে গোডাউন খতিয়ে দেখেন।খতিয়ে দেখেন সার বিক্রির চালাল। এতে হিসেবে গড়মিল থাকায় ৮ টি সারের দোকান মালিকে শোকজ করা হয়েছে। আজকের অভিযানে ছিলেন গঙ্গারামপুর ব্লক সহ কৃষি অধিকর্তা সুদীপ্ত সরকার সহ অন্যান্য আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here