এশিয়া বুক অফ রেকর্ড নিজের নামে করে নিল গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এর ছাত্র অরিজিৎ পাল

0
1290

এশিয়া বুক অফ রেকর্ড নিজের নামে করে নিল গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এর ছাত্র অরিজিৎ পাল ,খুশি হয়েছেন সকলেই।

গঙ্গারামপুর ৬ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।এশিয়া বুক অফ রেকর্ড নিজের নামে করে নিল গঙ্গারামপুরের এক ছাত্র।গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এর ছাত্র অরিজিৎ পাল । উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডের ছাত্ররা আগেও দুটো ইন্ডিয়া বুক অফ রেকর্ড নিজের নামে করে নিয়েছিল। পরপর এতগুলো রেকর্ড করায় খুশি স্কুল কর্তৃপক্ষ গঙ্গারামপুর বাসি তথা জেলাবাসি। গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এর ছাত্র অরিজিৎ মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ডে স্বামী বিবেকানন্দের ৫০ টা বাণী ইংরেজিতে বলে এশিয়া বুক অব রেকর্ড নিজের নামে করে নিয়েছে। অরিজিতের বয়স মাত্র ছয় বছর ।সে ইউ কেজিতে পড়ে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ডে। স্কুল এর পক্ষ থেকে তাকে সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল কৃতি ছাত্রদের জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, চিকিত্সক সুব্রত বাবু, অধ্যাপক এট ইউনিভার্সিটি অফ আলস্কা,সিনিয়ার চিকিত্সক দেবব্রত দেব, কৃতিছাত্রঅ রিজিৎ পাল ও সুমিত সাহাকে এশিয়া বুক অফ রেকর্ড ও ইন্ডিয়া বুক অফ রেকর্ড পুরস্কার তুলে দেন মন্ত্রী বিপ্লব মিত্র ও স্কুলের ফাউন্ডার ও প্রিন্সিপাল অসীম ঘোষ। মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,এই স্কুলের এমন পুরস্কার পাওয়ায় ধন্যবাদ জানাই ।
স্কুলের প্রিন্সিপাল অসীম ঘোষ জানিয়েছেন ,ছাত্রছাত্রীদের যুগের সাথে তাল মিলিয়ে পড়াশোনার পাশাপাশি অ্যাডভান্সড কোডিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ইত্যাদি শেখানো হয়।আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এখন ইন্টারন্যাশনল লেভেল এর ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে ও সফল হয়।এটা আমাদের কাছে গর্ভের বিষয়। স্কলের অভিভাবক ও পুরস্কার পাওয়া ছাত্র জানিয়েছেন,এমন সাফল্য স্কুলের জন্যই পেয়েছি। একের পর এক স্কুলের এমন সাফল্যে খুশি হয়েছেন সকলেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here