হরিরামপুর গ্রামীণ হাসপাতালে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী

0
168

হরিরামপুর গ্রামীণ হাসপাতালে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী,মন্ত্রী ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক আশ্বাস দিলেন হরিরামপুর গ্রামীণ হাসপাতালকে মডেল হাসপাতালে রূপান্তরিত করার ,খুশি হয়েছেন সকলেই।

গঙ্গারামপুর ৬নভেম্বর দক্ষিণ দিনাজপুর। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণ হাসপাতালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প চালু হলো। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর ব্লকের গ্রামীণ হাসপাতালে প্রকল্পগুলি উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।মন্ত্রী ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারী সহ একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক আশ্বাস দিলেন হরিরামপুর গ্রামীণ হাসপাতালকে মডেল হাসপাতালে রূপান্তরিত করার এক সব ধরনের চেষ্টা করার। হরিরামপুর ব্লকের গ্রামীণ হাসপাতালে এক্সরে ও চক্ষু বর্হিবিভাগ উদ্বোধন হল সোমবার একটু অনুষ্ঠানের মধ্য দিয়ে হ্যালো।রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র ফিতে কেটে এই প্রকল্প গুলোর উদ্বোধন করেন।সেখানে জেলা পরিষদের সভাধিপতি চিন্তমনি বিহা,জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, গঙ্গারামপুরের মহকুমা শাসক পি প্রমথ,মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য,হরিরামপুর ব্লকের বিডিও,হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ মুনিয়া, হরিরামপুর ব্লকের বিএম.ও এইচ, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার ,বিশিষ্ঠ সমাজসেবী চিরঞ্জীব মিত্র ,সমাজসেবী ইয়াসিন আলী ,হাসপাতালের কর্মীরা সহ আরো অনেকেই। মন্ত্রী সহ বাকি উপস্থিত বিশিষ্টজনদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন হরিরামপুর গ্রামীণ হাসপাতালের কর্মীরা।এর পরেই ফিরে কেটে এক্সরে রুমের উদ্বোধন করেন মন্ত্রীসহ বিশিষ্টজনেরা। জানা গেছে এতদিন ধরে এমন পরিষেবা পেতে হলে যেতে হতো গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে।তাও আবার ৩০কিলোমিটার দূরে গিয়ে। ফলে রোগী ও তাদের আত্মীয়-স্বজনেরা সমস্যায় জানা গেছে। মন্ত্রী বিপ্লব মিত্র প্রকল্পগুলি উদ্বোধনের পরে জানান, আগামী দিনে হরিরামপুর গ্রামীন হাসপাতালকে মডেল হাসপাতাল রুপান্তরিত করার চেষ্টা করা হবে। এর ফলেই হাসপাতালে প্রচুর উন্নয়ন হবে সাধারণ মানুষও আরো ভালো পরিষেবা পাবে।
আগামী দিনে যাতে হরিরামপুরের মানুষের অসুবিধা হবেনা হয় এবং অনেক সুযোগ সুবিধা পাবেন বলেও জানান তিনি ।
জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানিয়েছেন, এখানে বৃষ্টি হলে জলে ডুবে যায় এই হাসপাতাল ফলে রুগীদের প্রচুর সমস্যা হয় সেই দিকে নজর রেখে সেই সমস্যা অতি দ্রুত সমাধান হবে বলে জানান। এই হাসপাতাল যেন মডেল হাসপাতালে রূপান্তরিত করা যায় তার জন্য তিনি চেষ্টা করবেন। এদিন অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here