দুই বাংলার মধ্যে মেলবন্ধন করে তুলতে রজত জয়ন্তী বর্ষ করা হচ্ছে বাংলাদেশের রংপুর নাট্য কেন্দ্রে। জেলা দক্ষিণ দিনাজপুর থেকে ১৮ জনের একটি নাট্য সংস্থা বাংলাদেশ নাটক করতে চলেছেন। খুশি দুই বাংলার মানুষ।
এপার বাংলা পেরিয়ে ওপার বাংলার রংপুরে শিল্প একাডেমীতে নাটক করার আবারও এক বার বরাত পেল অরণী নাট্য সংস্থা। উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের রশিদপুরে অরনী নাট্য সংস্থা নামে সংস্থাটি সুনামের সাথে কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্যে বহু নাটক মঞ্চস্থ করে চলেছেন। এবার তারা এপার বাংলা পেরিয়ে ওপার বাংলার রংপুর শহরে নাটক মঞ্চস্থ করতে চলেছে অরণী নাট্য সংস্থা। এই নাট্য সংস্থা থেকে মোট ১৮ জন নাট্যকর্মী বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেবেন। বাংলাদেশের রংপুর শহরে আগামী 9 তারিখ নাট্য কলা কেন্দ্রে রজত জয়ন্তী বর্ষে মঞ্চস্থ হবে সেই নাটক। যা নিয়ে খুশি হয়েছে অরনী নাট্য সংস্থার নাট্যকর্মী থেকে শুরু করে দুই বাংলার মানুষ। ভালো পারফমেন্স করতে জোর কদমে চলছে নাটকের রিয়ার্সেল।
এ বিষয়ে অরণী নাট্য সংস্থার সম্পাদক অরবিন্দ তান্ত্রিক জানিয়েছেন, আগামী 9 তারিখে বাংলাদেশের রংপুরে একটি নাটক মঞ্চস্থ হবে। আমরা বুনিয়াদপুর থেকে বুনিয়াদপুরের অরণ্যে নাট্য সংস্থার ব্যানারে রজত জয়ন্তী বর্ষে শিল্প একাডেমিতে মঞ্চস্থ হবে একটি নাটক, এই নাটকে প্রায় ১৮ জনে নাট্যকর্মী নাটক করবে। এপার বাংলা ও ওপার বাংলার মেলবন্ধন এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে নাটক। আমরা আশাবাদী ওপার বাংলায় গিয়ে ওপার বাংলার মানুষদের নাটকের মাধ্যমে দুই বাংলার মেলবন্ধন খটাতে পারবো।