বন্ধ চা বাগানের শ্রমিকরা খুব সমস্যায় আছে অনেকে অনাহারে দিন কাটাচ্ছে

0
176

আলিপুরদুয়ার:- বন্ধ চা বাগানের শ্রমিকরা খুব সমস্যায় আছে অনেকে অনাহারে দিন কাটাচ্ছে। প্রশাসনের থেকে বন্ধ বাগানের শ্রমিকদের ত্রাণ ও দেওয়া হচ্ছেনা । মঙ্গলবার বন্ধ কালচিনি চা বাগানে পরিদর্শনে এসে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। বৃহস্পতিবার বন্ধ কালচিনি চা বাগানের শ্রমিকদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী, এদিন মন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক বিশাল লামা। এদিন জন বারলা জানান আলিপুরদুয়ার জেলার পাঁচটি চা বাগান বন্ধ আগামীকাল বন্ধ পাঁচটি চা বাগানের সমস‍্যা নিয়ে জেলাশাসকের কাছে যাবো এবং বাগানের সমস্যা নিয়ে জেলাশাসকের সাথে কথা বলবো ।
এছাড়া এদিন ডীমা চা বাগানে পরিদর্শনে আসেন জন বারলা এবং ডীমা চা বাগানের অসুস্থ শ্রমিকদের বাড়িতে যান তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।

যদি ও এই বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওরাও জানান বন্ধ চা বাগানের শ্রমিকদের শীঘ্র ত্রাণ দেওয়া হবে এই নিয়ে কথা বলছে তিনি আরো জানান বন্ধ চা বাগান গুলো শীঘ্র যাতে খোলার জন‍্য আমরা চেষ্টা করছি ইতিমধ্যে এই বিষয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সাথে আলোচনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here