গঙ্গারামপুরে সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগ চালু হলো, চিকিৎসকরা পরিষেবা দেবেন ২৪ঘন্টা ধরে, ভালো পরিষেবা দেওয়াই লক্ষ্য জানালেন কর্মকর্তারা, খুশি হয়েছেন সকলেই গঙ্গারামপুর,৮ নভেম্বর :শিশু বিভাগ চালু হলো ৬ বেডের।কম খরচের মধ্যে শিশুদের সব ধরনের সুচিকিৎসা ব্যবস্থা করা হয়ছে,থাকবে ২৪ঘন্টা শিশু বিভাগের চিকিৎসকেরা পরিষেবা দেবেন।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে এবার সুসজ্জিত শিশু ইউনিট চালু করা হয়েছে। বুধবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে শিশু ইউনিট কেয়ারের সূচনা করেন সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালের অন্যতম কর্মকর্তা নীরেশ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রনব কুমার সাহা,চিকিৎসক রাজীব কুমার পান্ডে,চিকিৎসক ধীমান সরকার,সংস্থার অন্যতম কর্মকর্তা সুশোভন দাস,সুপ্রতিক চৌধুরি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
কয়েক বছর আগে গঙ্গারামপুর শহরের সুভাষপল্লীতে সুস্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতালে সূচনা করা হয়। যে হাসপাতাল বর্তমানে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড এর মধ্য দিয়ে পরিষেবা দিয়ে এ প্লাস ক্যাটাগরিতে স্থান পেয়েছে। রয়েছে কিটিকাল কেয়ার ইউনিট, আই সি ইউ পরিষেবাও।রাজ্যে সহ বিভিন্ন এলাকা বহু নামকরা চিকিৎসকেরা এই হাসপাতালে সামান্য খরচে পরিষেবা দিয়ে থাকেন। পরিষেবার সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে গঙ্গারামপুর শহরের সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে। বহুদিন ধরেই শিশু বিভাগ টি চালু করার জন্য অনেকেই আবেদন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। বিশেষ উদ্যোগ নিয়ে বুধবার শিশু বিভাগে ছয় বেডের এই পরিষেবা চালু করা হলো। শুধু শিশুরা পরিষেবা পাবে সেখানে তাই নয়, ২৪ ঘন্টা ধরে শিশুরোগ বিশেষজ্ঞ এম ডি পেডিয়েটক চিকিৎসকেরা পরিষেবা দেবেন ২৪ঘন্টা ধরে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রনব কুমার সাহা বলেন,শিশুদের চিকিৎসার জন্য অনেক সময় বাইরে নিয়ে যেতে হয়।এখন আর এই পরিষেবা চালু করে দেওয়ায় বাইরে যেতে না হয় সেদিকে নজর রেখে শিশুদের জন্য আলদা ইউনিট খেলা হল। খরচও সাধ্যের মধ্যে রাখা হয়। শিশু ইউনিট কেয়ারের সূচনার অনুষ্ঠানে গঙ্গারামপুর সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালের অন্যতম কর্মকর্তা নীরেশ পাল, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রনব কুমার সাহা,চিকিৎসক রাজীব কুমার পান্ডে,চিকিৎসক ধীমান সরকার,সংস্থার অন্যতম কর্মকর্তা সুশোভন দাস,সুপ্রতিক চৌধুরি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আগামী দিনেও যে গঙ্গারামপুরের নামকরা সুস্পর্শ মাল্টিস্পেশালিটি হাসপাতাল চিকিৎসা পরিষেবায় এক অন্য মাত্রা এনে দেবে সাধারণ মানুষজনদের মধ্যে সে ব্যাপারে বলার অপেক্ষা রাখে না।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগ চালু হলো,