বিশ্ব শান্তির বার্তা নিয়ে বালুরঘাট থেকে সাইকেলে চেপে সার্ক গোষ্ঠীভুক্ত দেশে ভ্রমণে বেরোলেন তপনের যুবক। বার্তা দিলেন পরিবেশ সচেতনতারও
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ নভেম্বর ———— বিশ্ব শান্তির বার্তা নিয়ে সাইকেলে চেপে সার্ক গোষ্ঠীভুক্ত দেশে ভ্রমণে বেরোলেন তপনের যুবক। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বাদশঙ্কর গ্রামের বাসিন্দা পেশায় গাড়িচালক মাধাই পাল। শুক্রবার একটি সাধারণ সাইকেল নিয়েই বালুরঘাট থেকে যাত্রা শুরু করেন ত্রিশ উর্দ্ধো মাধাই। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ভারত ভ্রমনের দুবছরের অভিজ্ঞতা এর আগেই সঞ্চয় করেছেন তপনের ওই যুবক। এবারে গোটা বিশ্বজুড়ে যুদ্ধ আর হানাহানির বিষয় উপলব্ধি করেই বিশ্ব শান্তির বার্তা নিয়ে সার্ক গোষ্ঠীভুক্ত দেশে সাইকেলে চেপে ভ্রমণে বেরিয়েছেন তপনের ওই তরুন তুর্কি।
মাধাই পাল জানিয়েছেন সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে ভ্রমণের পরিকল্পনা থেকেই সাইকেল নিয়ে বেরিয়েছেন তিনি । কবে ফিরবেন তা তিনি নিজেও জানেন না। তবে বিশ্ব জুড়ে যেভাবে যুদ্ধের নামে হানাহানি চলছে তার শান্তির বার্তা দেবার পাশাপাশি সুস্থ পরিবেশ গঠনের বার্তা দিয়েই সাইকেল যাত্রা শুরু করেছেন।