রাজ্যের শাসক দলের নির্দেশে সাংবাদিকদের নিয়ে তপন ব্লকে শুভেচ্ছা বিনিময় করলেন একাধিক ব্যক্তিত্বরা, উঠে এলো বিভিন্ন প্রসঙ্গ
গঙ্গারামপুর ১০ নভেম্বর দক্ষিণ দিনাজপুর। রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে বিজয়া সম্মিলনী করার পর সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করল তৃণমূল কংগ্রেস ব্লক নেতৃত্বরা। সাংবাদিকদের সঙ্গে দলীয় নেতৃত্বরা বিভিন্ন ধরনের আলাপচারিতার মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দলীয় কার্যালয়ে সৌহার্দ্য বিনিময় করার পাশাপাশি মিষ্টিমুখ ও চা খাইয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন একাধিক শাসনকালের নেতৃত্বরা।শাসক দলের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ১০০দিনের টাকা বকেয়া রয়েছে সেই টাকা গরিব মানুষদের ফিরিয়ে দেওয়ার জন্য তারা যে আন্দোলন করেছে সেটা তারা কি চোখে দেখেন। এছাড়া আলাপচারিতায় উঠে আসে বিভিন্ন বিষয়গুলি। এমন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তপন ব্লকের গঙ্গারামপুর বিধানসভার শাসকদলের ব্লক সভাপতি সমীর রাহা, তপন ব্লক সভাপতি সুব্রত ধর,তপন ব্লকের শাসক দলের গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি জয়নাল সরকার,যুব তৃণমূলের তপন বিধানসভার সভাপতি রাজিব হেমরম,শাসক দলের নেতৃত্ব তাপস মন্ডল,অজয় বর্মন ওরফে সনু ,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি,সহ-সভাপতি অনিকুল আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এমন অনুষ্ঠানে অন্যমাত্রা এনে দিয়েছিল সকলের মধ্যে।