উত্তর দিনাজপুর জেলার মধ্যে এ বছর যে সমস্ত শ্যামা পুজো গুলো হচ্ছে বিগ বাজেটর তার মধ্যে তার মধ্যে অন্যতম রায়গঞ্জ বয়েজ সুকান্ত ক্লাব এর শ্রী শ্রী শ্যামা পূজা।এবার এই ক্লাবের বিশেষ আকর্ষণ অযোধ্যার শ্রীরাম মন্দির। এবার সেই অযোধ্যার রামমন্দির শামা পুজোতে রায়গঞ্জে উদ্বোধন হলো কৃষ্ণ কল্যাণীর হাত ধরে। ৬৮তম বর্ষে এই ক্লাবের এবার বিশেষ আকর্ষণই হলো অযোধ্যার রাম মন্দির। অপূর্ব দৃষ্টিনন্দন আলোর কারসাজির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রাম মন্দিরের মন্ডপ শস্যা।পাশাপাশি কালি প্রতিমা তেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। এক সাক্ষাৎকারে এই ক্লাবের অন্যতম কর্নধার তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, রাম সকলের ।তাই ধর্ম যার যার উৎসব সবার তাই এই দিষ্ঠি কোন থেকে বিচার করে রায়গঞ্জ বাসী কে তারা এবার অযোধ্যার রাম মন্দির উপহার দিয়েছেন।।তিনি সকলকে এই মন্ডপ একবারের জন্য দর্শন করার আহ্বান জানান। জানা যায় ৬৮ তম বর্ষ তে এবার তাদের মন্ডপের আলোকসজ্জা করা হয়েছে কলকাতার শিল্পী এনে পাশাপাশি মন্ডপ সজ্জা করা হয়েছে কোচবিহার এর শিল্পী দ্বারা।তাই সব মিলিয়ে এবারও এই ক্লাবের পুজো যে সকলের কাছে নজর থাকবে সেটা বলা যেতেই পারে। শনিবার এই পুজো উপলক্ষে উদ্বোধনী একটি অনুষ্ঠান হয় সেখানে বহু বিশিষ্ট মানুষরা উপস্থিত হয়েছিলেন।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর অযোধ্যার রামমন্দির শামা পুজোতে রায়গঞ্জে উদ্বোধন হলো বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে