আদিবাসী অধ্যুষিত তপনে ভাইফোঁটা নিয়ে বোনেদের রক্ষার বার্তা সুকান্তর

0
192

আদিবাসী অধ্যুষিত তপনে ভাইফোঁটা নিয়ে বোনেদের রক্ষার বার্তা সুকান্তর। উস্কে উঠলো দন্ডি কান্ডের ঘটনা।

বালুরঘাট, ১৬ নভেম্বর ——- আদিবাসী অধ্যুষিত এলাকায় ভাইফোঁটা নিয়ে বোনেদের রক্ষার বার্তা সুকান্তর। বুধবার তপনের বিধায়ক বুধরাই টুডুকে সঙ্গে নিয়ে আউটিনা অঞ্চলে আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে আয়োজিত ভাইফোঁটায় অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার মহাশয়। যেখানে হাজির হয়েছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্বরাও। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেবার অপরাধে তপনের তিন আদিবাসী মহিলাকে দিয়ে দন্ডি কাটাবার অভিযোগ উঠেছিল তৃণমূলের এক মহিলা নেত্রীর বিরুদ্ধে। যে ঘটনা নিয়ে শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, গোটা দেশ একপ্রকার তোলপাড় হয়ে গিয়েছিল। কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। ভাইফোঁটার দিনে দক্ষিণ দিনাজপুরের সেই তপন ব্লকেই আদিবাসী মহিলাদের দ্বারা আয়োজিত হয় এক গণ ভাইফোঁটার আয়োজন। যেখানে হাজির হয়ে ভাইফোঁটা নিয়ে আদিবাসী বোনেদের রক্ষার বার্তা দেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন, বিধায়ককে সঙ্গে নিয়ে আউটিনা অঞ্চলে আদিবাসী বোনেদের দ্বারা আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। নিজের বোন না থাকলেও এই বোনেরা বিশেষ এই দিনটিতে তাকে যে সম্মান দিয়েছেন তাতে তিনি অভিভূত। তিনি চেষ্টা করবেন নিজের সাধ্যমত এই বোনেদের রক্ষা করবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here