কোচবিহার : নিজের নির্বাচনী এলাকায় অবৈধ ভাবে রায়ঢাক নদী থেকে বালি -পাথর পাচারের জেরে ভাঙছে নদী বাঁধ। বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী সংলগ্ন গেদারচর এলাকায় পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ-২ ব্লক সভাপতি তথা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশের স্থায়ী কর্মাধ্যক্ষ চৈতি বর্মন বড়ুয়া। নিজের দলীয়কর্মীরাই চৈতিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ব্লক সভাপতিকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান। সে সময় ব্লক সভাপতি কে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত বাসন্তী বর্মনের বিরুদ্ধে। গোটা ঘটনা কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছরায় এলাকায়। পরে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চৈতিকে বের করে নিয়ে আসা হয়।