বুনিয়াদপুরের তরুণ সংঘ ক্লাবের শ্যামাপূজো এবারে ৪৩ তম বর্ষে পদার্পণ করল

0
267

এবারে ভালো শ্যামা পূজো উপহার দিল বুনিয়াদপুরের তরুণ সংঘ ক্লাব।বুনিয়াদপুরের তরুণ সংঘ ক্লাবের শ্যামাপূজো এবারে ৪৩ তম বর্ষে পদার্পণ করল। ৪৩ তম বর্ষে এদিন তারা নরনারায়ণ সেবা করলেন। পুজো দেখতে ভিড় হলো ব্যাপক। আগামী দিনে এ ধরনের সামাজিক কাজকর্ম করে যাবেন বলে জানিয়েছেন ক্লাব সদস্যরা।

এবারে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি বুনিয়াদপুর পৌরসভা এলাকায় পাঁচটি বিগ বাজেটের পূজার মধ্যে অন্যতম বুনিয়াদপুরের তরুণ সংঘ ক্লাব। তাদের পুজো এবারে ৪৩ তম বর্ষে পদার্পণ করল। সেই অনুযায়ী প্যান্ডেল ও আলোকসজ্জায় চমক রেখেছেন বুনিয়াদপুর তরুণ সংঘ ক্লাব সদস্যরা। বিগ বাজেটের পুজো করার পাশাপাশি তারা সামাজিক কাজকর্মও করে চলেছেন প্রতিনিয়ত।তাই প্রতিবারের মতো এবারও নর নারায়ণ সেবার মধ্য দিয়ে প্রায় কয়েকশো লোককে খাওয়ানো হয়।

এ বিষয়ে এক ক্লাব সদস্য প্রশান্ত তিওয়ারি জানিয়েছেন, আমাদের তরুণ সংঘ ক্লাবের পূজো এবারে ৪৩ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরের মতো এবছরও ক্লাবের পক্ষ থেকে নরনারায়নসেবার আয়োজন করা হয়। এরকম কাজ আগামী দিনেও করে যাব বলে আশা রাখছি।

পুজো দেখতে আসা দুজন জানিয়েছেন, আজকে আমরা তরুণ সংঘ ক্লাবে পুজো দেখতে এসেছি, প্রসাদ গ্রহণ করলাম। তাদের প্যান্ডেল ও আলোকসজ্জা অন্য ঘরে তুলনায় অনেক ভালো।খুব ভালো লাগলো।

এ বিষয়ে ক্লাব সভাপতি অমূল্য কুমার সরকার জানিয়েছেন, এবারে আমাদের প্যান্ডেল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। আমাদের প্রতিমা প্রতিবছর একই থাকে। আলোকসজ্জা লোকাল। 43 তম বর্ষে এবারে নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছিল যেখানে ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here