হাতির আক্রমণের দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল এক রিসর্ট কর্মীর

0
241

জলপাইগুড়ি:– বুনো হাতির তাণ্ডব অব্যাহত জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে। হাতির আক্রমণের দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল এক রিসর্ট কর্মীর, অন্য ঘটনায় আহত হয়েছেন তিনজন।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত পৌনে দুটো নাগাদ নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার একটি বেসরকারি রিসোর্টে ঢুকে হামলা চালিয় এক বুনো হাতি। ভয়ে কেউ ঘরের বাইরে বের হননি। বুধবার সকালে রিসোর্টের অন্য কর্মীরা সুনীল দাস নামে এক কর্মীর রক্তাক্ত এবং দলিত-মথিত দেহ পড়ে রয়েছে। রাতে হামলা চালানো হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে বলে অমুমান। মৃত ওই কর্মী সুনিল দাস( ৫০) নদিয়া জেলার বাসিন্দা। কর্মসূত্রে রিসোর্টে থাকতেন।

অন্যদিকে, ওই গ্রামপঞ্চায়েত এলাকাতেই, আরেকটি পৃথক ঘটনায় বুনো হাতির হামলায় তিনজন আহত হয়েছেন।
আহতদের নাম বিশাল উরাও(৩২), অশোক উরাও(৩৫), গমটু উরাও(২৫)। সকলেরই বাড়ি একই গ্রামপঞ্চায়েত এলাকার খয়েরবাড়ি হাজিপাড়াতে। মঙ্গলবাল রাতে বাড়ি ফেরার পথে বুনো হাতির হামলার মুখে পড়েন। তারা সুলকাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
একদিনে একই গ্রামপঞ্চায়েত এলাকার পর পর দুটি ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বন দফতরের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে যান। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তির পরিবার নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। আহতদের চিকিৎসার দায়িত্বও বন দফতরের। উপদ্রুত এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে বলে দাবি বন দফতরের।

ভিস বাইট👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here