শ্যামা পূজা উপলক্ষে রবণবধ সহ আতসবাজি প্রদর্শনী করা হল ইটাহারে

0
236

শ্যামা পূজা উপলক্ষে রবণবধ সহ আতসবাজি প্রদর্শনী করা হল ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের হাতিডুবা বুলেট ক্লাবের পরিচালনায় ৪৪তম বর্ষে শ্যামা পূজা উপলক্ষে ভদ্রশীলার হাতিডুবা এলাকায় ঐতিহ্যবাহী রাবণবধ ও আতসবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে আতসবাজি ফাটিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন, আইসি সুকুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য সায়েস্তা আলম, বিশিষ্ট ব্যাক্তি ধনঞ্জয় পাল, ক্লাব সভাপতি হরি দাস, সম্পাদক নরেশ দাস, সদস্য পরেশ রায় সহ অন্যান্যরা। পাশাপাশি শ্যামা পূজা উপলক্ষে এলাকার মাঠে বিরাট মেলা বসে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মূলত, প্রতিবছর ইটাহারের আপামর বাসিন্দাদের আনন্দ মুখর করে তুলতে হাতিডুবা বুলেট ক্লাব ঐতিহ্যবাহী আতসবাজি প্রদর্শনী, রাবণবধ সহ মেলার আয়োজন করে থাকে। সেই মোতাবেক এই বছরেও আতসবাজি প্রদর্শনী, রাবণবধ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন আতসবাজি প্রদর্শনী ও রাবণবধ দেখতে ইটাহার সহ আশপাশের এলাকার হাজার হাজাএ সাধারণ মানুষের সমাগম লক্ষ করা যায় ইটাহারের ভদ্রশিলা হাতিডুবা এলাকায়। অনুষ্ঠান প্রাঙ্গণে কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

বাইট- জেলা পরিষদের সভাধিপতি(পম্পা পাল)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here