ধুমধাম করে কার্তিক পূজার আয়োজন করা হল ইটাহারে

0
310

ইটাহারঃ বিধায়ক ও সভাধিপতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও ১৪ তম বর্ষে ধুমধাম করে কার্তিক পূজার আয়োজন করা হল ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভদ্রশিলা পালপাড়া এলাকায় কার্তিক পূজার আয়োজন করেন ভদ্রশিলা গ্রামের বাসিন্দা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও করণদিঘীর বিধায়ক গৌতম পাল। এদিন বিধায়ক ও সভাধিপতি স্বপরিবারে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে কার্তিক পূজার আনন্দে মেতে উঠেন। জানাযায়, প্রত্যেক বছর করণদিঘী বিধানসভার বিধায়ক ভদ্রশিলা গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় সারম্বরের সাথে নিষ্ঠার সঙ্গে কার্তিক পূজা করে থাকেন। এই বছরেও তার অন্যথা হয়নি। তবে এই বছর বিধায়ক গৌতম পালের স্ত্রী পম্পা পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি নিযুক্ত হয়েছেন। ফলে সভাধিপতি ও বিধায়কের উদ্যোগে এই বছর সারম্বরে কার্তিক পূজার আয়োজন করা হয় ভদ্রশিলার পালপাড়া গ্রামে। পূজা উপলক্ষ্যে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয় পূজা মন্ডপ প্রাঙ্গণ। পূজাকে কেন্দ্র করে এলাকার কঁচিকাঁচাদের নিয়ে নানান প্রতিযোগিতা মূলক খেলার আয়োজন করা হয়। পাশাপাশি পূজা মন্ডপ প্রাঙ্গণে আগত ভক্ত দের জন্য অন্য ভোগের ব্যবস্থা করেন বিধায়ক গৌতম পাল। এছাড়াও উপস্থিত ছিলেন, করণদিঘী বিধানসভার দুই জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম ও কৃষ্ণা সিংহ রায়। সবমিলিয়ে এই বছর বিধায়ক ও সভাধিপতির উদ্যোগে আয়োজিত কার্তিক পূজার আনন্দে মাতল ইটাহারের ভদ্রশিলা এলাকার আপামর বাসীন্দারা।

বাইট- বিধায়ক (গৌতম পাল)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here