কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে পুনরায় স্টপেজ ফিরলো দুটি ট্রেনের

0
538

কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে আসাম সীমানা সংলগ্ন কামাখ্যাগুড়ি স্টেশনে পুনরায় স্টপেজ ফিরল দুটি ট্রেনের :

আলিপুরদুয়ার : কোভিডের কারণে প্রায় বন্ধ হয়ে গিয়েছিলে সারা দেশের রেল চলাচল। সে সময়ই উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে আসাম মুখী ছেড়ে যাওয়া দুটি ট্রেনও বন্ধ হয়ে যায়। তারপর কোভিড পরবর্তী সময়ে ট্রেন দুটি চালু হলেও বহু স্টপেজ তুলে দেওয়া হয়। এর ফলে কুমারগ্রাম ব্লকের একমাত্র স্টেশন থেকে আসামে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। তাই দীর্ঘদিন ধরে তারা স্থানীয় বিজেপি বিধায়ক ও সাংসদ কে ট্রেন দুটির স্টপেজ ফের কামাখ্যাগুড়ি তে চালু করার দাবি জানান। শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা সবুজ পতাকা নেড়ে পুনরায় সিফুঙ এক্সপ্রেস ও আলিপুরদুয়ার লামডিং এক্সপ্রেসের পুনরায় স্টোপেজ এর সূচনা করেন। এই স্টপেজ চলুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও, মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা, আলিপুরদুয়ারের ডি আর এম অমরজিৎ গৌতম সহ রেলকর্তারা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী রেলের উন্নয়ন নিয়েও রাজ্য সরকারের অসহযোগিতার কথাও তুলে ধরেন তার ব্যক্তবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here