মুরগির বাচ্চার খামার পরিদর্শন করলেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি

0
800

তপনের দ্বীপখণ্ডা গ্রামে মুরগির বাচ্চার খামার পরিদর্শন করলেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি।

জানা গিয়েছে, তপন ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে তপন ব্লকের বিভিন্ন এলাকায় প্রাণী পালকদের মুরগির ছানা বিতরণ করা হয়।
তার আগে ২৮ দিন পর্যন্ত সেই বাচ্চা গুলো খামারে লালনপালন করা হয়।
সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখণ্ডা গ্রামে সেই মুরগির বাচ্চার খামার পরিদর্শন করলেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন।
সঠিক পরিচর্যা হচ্ছে কিনি সব ঠিকঠাক চলছে কিনা সে বিষয় খতিয়ে দেখেন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন। সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনরা।

বক্তব্য
কৃষ্ণা বর্মন
তপন পঞ্চায়েত সমিতির সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here