আলিপুরদুয়ার। । মঙ্গলবার কালচিনি হ্যামিল্টণগঞ্জে বিজেপির সাংগঠনিক সভা শেষে একথা জানান বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ টিগ্গা।
এদিন হ্যামিল্টণগঞ্জে বিজেপির সমস্ত শক্তিকেন্দ্র, মণ্ডল সভাপতি, ব্লক নেতৃত্ব দের নিয়ে বৈঠক আয়োজিত হয় ।
এদিন বিজেপি জেলা সভাপতি মনোজ টিগ্গা জানান লোকসভা নির্বাচনের পূর্বে বুথ থেকে শুরু করে জেলা ঢেলে সাজানো হচ্ছে এই নিয়ে এদিন আলোচনা হয়। এছাড়া আগামী ২৯ নভেম্বর কোলকাতায় আয়োজিত বঞ্চিতদের সমাবেশে জেলা থেকে বেশি সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হবে এই নিয়ে আলোচনা হয়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে ঢেলে সাজাতে ময়দানে নেমে পড়েছে...