মালদা: এবারে বিজেপি সাংসদ বিধায়কদের জিভ টেনে ছিড়ে নেওয়ার বিধান জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির। সমাজ ছাড়া করার হুঁশিয়ারী। মালদার বামনগোলায় পথসভা থেকে এই ভাষাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন আব্দুর রহিম বক্সী।এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল পাল্টা আক্রমণে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু।
এদিন পথসভা থেকে বক্তব্য রাখার সময় জেলা তৃণমূল সভাপতি বলেন,খগেন বাবুরা, যে টাকা পান উনি বলেছেন ২৫ কোটি আমি বলছি ৩৫ কোটি। পাঁচ বছর ২৫ কোটি টাকা। আর ১০-১৫ বছর ধরে উনি বিধায়ক ছিলেন। উনি বলবেন রহিম বক্সি গালাগালি করছেন।কত টাকা কমিশনে সেই টাকা বিক্রি করেছেন কন্টাক্টারদের কাছে। সেই ৩৫ কোটি টাকা কোথায় তার হিসেব দিতে হবে।
বদনামের রাস্তা তৈরি করে হিসাব নিচ্ছেন। ৩৫ কোটি টাকা কত টাকার কমিশনে বিক্রি হয়েছে খগেন বাবু বহু কথা বলেছেন,বড় বড় আওয়াজ তুলছেন মানুষ কিন্তু এবার ছেড়ে কথা বলবে না। যে মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যাচার করছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে মানুষদের বিভ্রান্ত করছেন, সেই মুখ থেকে জিভটা টেনে বের করে মানুষ প্রমাণ করবে যে মানুষ আপনাদের সঙ্গে নেই। আমরা বুক চিতিয়ে বলে যাচ্ছি আজকে এই কলোনির হাটে যে রাস্তাগুলো হয়নি এখানে কেন্দ্রীয় সরকার যত বঞ্চনা করুক,খগেন মুর্মু যত বঞ্চনা করুক,জুয়েল মুর্মু যত বিরোধিতা করুক,আর বিজেপি যত বিরোধিতা করুক সমস্ত রাস্তা তৃণমূল কংগ্রেস করবে করবে। যারা বার্ধক্য ভাতা পাননি তাদের কাজ তৃণমূল কংগ্রেস করবে।যারা বাড়ি পাননি তাদের ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি ৩৪ বছরের একটা সরকার যে সরকার মানুষের মেরে ফেলার কাজ করেছিল সেই ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে শিকর থেকে উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় এই সরকার কয়েক বছরের সরকার।যে সরকার আমাদের ভাই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করে,লড়াই তৈরি করে,উস্কে দিয়ে আমাদের মধ্যে ফাটল তৈরি করে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।বামন গোলার মানুষ প্রমাণ করেছেন বিগত দিনে আমরা জাতপাতের রাজনীতি করি না। আমরা তার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করি এটা বামন গোলার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনে দুটো জেলা পরিষদ জিতিয়ে,৫ টা গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি জিতিয়ে প্রমাণ করে দিয়েছেন যে খগেন বাবু বিজেপির স্থান বামন গোলের মাটিতে আর নেই। আপনি যতই চেষ্টা করুন বামন গোলর মাটিতে আপনাদের স্থান নেই। তাই বামন গোলার বিজেপি বন্ধুরা তাদের সাথে আমাদের কোন লড়াই নেই। ফাঁকা মাথা, খালি হাত তাদের সঙ্গে আমাদের কোন লড়াই নেই তাদের জন্য মমতা ব্যানার্জির লড়াই করছেন সাধারণ মানুষের জন্য লড়াই করছেন। তাই মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে এই লোকসভা নির্বাচনে যারা সাংসদ কোটার টাকা কমিশনে বিক্রি করে খায় তাদেরকে ছুঁড়ে ফেলি আমরা সমাজ থেকে। যারা বিধায়ক কোটার টাকা কমিশনে বিক্রি করে খায় তাদেরকে সমাজ থেকে ছুড়ে ফেলে দিয়ে নতুন সংসদ তৈরি করি আমরা। উত্তর মালদায় ২০২৬ সালে আমরা নতুন বিধায়ক তৈরি করি তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়িয়ে এই শপথ আমরা করি। মালদার বামন গোলা ব্লকের গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায় এমনই মন্তব্য করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি।