মালদা:—-বন্দে ভারত ট্রেনে কাটা পড়লো এক স্কুল ছাত্রী।দিদির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে ডাউন বন্দে ভারত একপ্রেস ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার সামসী রেল গেটের কাছে। জানা গেছে, মৃত স্কুলছাত্রীর নাম বাসন্তী মন্ডল, বয়স ১৬ বছর। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কাপাসিয়া গ্রামে।এদিন সে তার দিদি ও জামাইবাবুর সঙ্গে বাইকে চেপে মালদার ভুতনী থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু সামসী রেল গেটের কাছে রেল লাইনের ধারে শৌচকর্ম, করতে যাওয়ার সময় হঠাৎ ডাউন বন্দে ভারত একপ্রেস ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর।পরিবারের লোকেরা জানিয়েছেন ভুতনি থেকে ইটাহার যাওয়ার পথে সামসী রেল গেটের কাছে,শৌচকর্ম করতে যাচ্ছিল রেললাইনের ধারে সে সময় হঠাৎ করে বন্ধ ভারত ডাউন ট্রেন ঢুকে পড়ে কিছু বোঝার আগেই ধাক্কা মেরে চলে যায় বাসন্তী মন্ডলকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে রেল পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে হসপিটাল নিয়ে গেলে তোকে মৃত বলে জানিয়ে দেওয়া হয়।