প্রতি বছরের মতো এবছর ও জগদ্ধাত্রী পুজো করা হলো জোড় দিঘী প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে

0
239

প্রতি বছরের মতো এবছর ও জগদ্ধাত্রী পুজো করা হলো জোড় দিঘী প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে।

বহু বছর ধরে হয়ে আসছে জোড় দিঘী প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো। প্রতি বছরের মতো এবছরও ষষ্ঠীর দিন থেকে শুরু করে নবমী পর্যন্ত পুজোর দিন থেকে মেতে উঠেছে ওই এলাকার মানুষ থেকে মানুষে থেকে শুরু করে বহু দুর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তরা। পুজোর শেষ দিন শুক্রবার ক্লাব সংলগ্ন মাঠে করা হবে সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান দেকতেও ভুর করে বহু মানুষ। এই পুজোর তিন দিন ধুম ধাম করে পালন করা হয় সঙ্গে থাকে প্রসাদ ও খিচুড়ি বিতরণ।

এই বিষয়ে এই ক্লাব সদস্য বিশ্বজিৎ বাগচী জানিয়েছেন আমরা প্রতি বছরের মতো এবারও আমরা ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো করে থাকি।ষষ্ঠীর দিন থেকে শুরু করে নবমী পর্যন্ত পুজোর দিন থেকে মেতে উঠে এই এলাকার সমস্ত মানুষজন ও করা হয় সংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here