মালদা:- প্রায় দুই মাস আগে ফ্রিঙ্গার প্রিন্ট নিয়ে স্লিপ ইস্যু করা হয়েছিল, কিন্তু এখনও মেলেনি সেই স্লিপের রেশন সামগ্রী। এরই প্রতিবাদে মঙ্গলবার রেশন ডিলারের বিরুদ্ধে গর্জে উঠলেন মালদহের ইংরেজ বাজার ব্লকের শোভানগরের পীরপুর এলাকার রেশন গ্রাহকদের একাংশ। তুমুল বিক্ষোভ দেখালেন রেশন ডিলারকে ঘিরে। রীতিমতো ক্ষোভে মার মুখী হয়ে উঠলেন উত্তেজিত রেশন উপভোক্তারা। রেশন গ্রাহকদের অভিযোগ, ঠিকমতো রেশন সামগ্রী মিলছে না এমনকি দুই মাস আগে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে স্লিপ করে দেওয়া হলেও সেই রেশন সামগ্রী এখনো পর্যন্ত রেশন ডিলার দেইনি বলে অভিযোগ।
যদিও এ নিয়ে রেশন ডিলারকে ধরা হলে তিনি জানান, সরকারের নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী গ্রাহকদের দেয়া হচ্ছে তবে তারা যেটা অভিযোগ করছে দুই মাস আগেকার রেশন সামগ্রী পায়নি সেই রেশন সামগ্রী গুলোও আজকেই দেওয়া হচ্ছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর প্রায় দুই মাস আগে ফ্রিঙ্গার প্রিন্ট নিয়ে স্লিপ ইস্যু করা হয়েছিল, কিন্তু...