ভিনরাজ্যে মালদার শ্রমিকের মৃত্যু মিছিল অব্যাহত। ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এল ইংরেজবাজার ব্লকের শোভানগরের খুদ্দিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে পেটের তাগিদে কাজ করতে গিয়েছিল। পরিবারে উপার্জনের মতো কেউ নেই। অথৈ জলে গোটা পরিবার। কিভাবে চলবে সংসার তা বুঝে উঠতে পারছে না কেউ। মৃতপরিচয় শ্রমিকের নাম মোস্তাকিম। বয়স ৫৩ বছর। ভিন রাজ্যে টাওয়ারের কাজে গিয়েছিলেন মোস্তাকিম। পরিবার ও স্থানীয়রা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।