ছানা ব্যবসায়ীর খুনের ঘটনায় মৃত ছানা ব্যবসায়ীর কাকা তো ভাইকে গ্রেপ্তার করল তুফানগঞ্জ থানার পুলিশ

0
478

কোচবিহার :- বলরামপুরের কইনার পাড় এলাকায় নাজিরহাটের ছানা ব্যবসায়ীর খুনের ঘটনায় মৃত ছানা ব্যবসায়ীর কাকা তো ভাইকে গ্রেপ্তার করল তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃত যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ ওরফে কালু । বুধবার ধৃত যুবককে মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজত নেয় তুফানগঞ্জ থানার পুলিশ । মঙ্গলবার রাতে বিশ্বজিৎ ঘোষকে নাজিরহাট এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত গত ১৬ ই নভেম্বর বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কামাত শেওড়া গুড়ি কইনার পাড় এলাকায় রাস্তার পাশ থেকে নাজির হাটের ছানা ব্যবসায়ী সুব্রত ঘোষের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা একটি জ্যাকেট উদ্ধার করে। পুলিশ তদন্ত নেমে হয়রানির মধ্যে পড়তে হয় । অবশেষে তদন্তে উঠে আসে বিশ্বজিৎ ঘোষ ওরফে কালু র নাম। ব্যবসায়িক দন্দ থেকে এই খুন বলে অনুমান পুলিশ প্রশাসনের । এর পর দেরী না করে বিশ্বজীত কে গ্রেফতার করে পুলিশ। ছানা ব্যবসায়ী সুব্রত ঘোষের খুনের ঘটনায় কাকাতো ভাই বিশ্বজিৎ ঘোষ গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার জন্য জোর তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here