জলপাইগুড়ি:-
বিজেপি সাংসদ এবং বিজেপি জেলা সভাপতি একের পর এক অভিযোগ তুলছেন, চুপচাপ দাঁড়িয়ে সেইসব অভিযোগ শুনছেন থানার আধিকারিকরা। বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে বুধবার এমনিই ছবি দেখা গেলো জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। এদিন বিজেপি জলপাইগুড়ি জেলা কমিটির তরফে কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, জেলা জুড়ে
বালি পাচার, গরুপাচারের মত নানান অবৈধ কাজ চলছে। পুলিশ সেইসব রুখতে ব্যার্থ। তার বদলে বিজেপি কর্মী এবং সাধারণ মানুষকে হয়রান করতেই ব্যস্ত পুলিশ। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার এবং সদর ট্রাফিক আইসি সৈকত ভদ্রকে সামনে দাড় করিয়ে একের পর এক অভিযোগ তুলতে থাকেন বিজেপি সভাপতি এবং সাংসদ। কোনো কোনো সময় বিজেপি জেলা সভাপতিকে হুমকির সুরেও কথা বলতে শোনা যায়। যেসব অভিযোগের কার্যত কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ আধিকারিকরা। দুই পুলিশ আধিকারিক দু-একবার প্রতুত্তর দেওয়ার চেস্টা করলেও তা ধোপে টেকেনি। বিজেপি নেতৃত্ব এদিন হুশিয়ারি দিয়েছে, পরিস্থিতির বদল না হলে বৃহত্তর আন্দোলন হবে জেলা জুড়ে। বিক্ষোভের পাশাপাশি, থানায় একটি স্মারকলিপিও দেয় বিজেপি।