মাদারিহাট ব্লকের টোটোপাড়া থেকে আলিপুরদুয়ার এনবিএসটিসি বাস পরিষেবা চালু হল । টোটোপাড়া থেকে সকালে বাস ছেড়ে মাদারিহাট হয়ে আলিপুরদুয়ার পৌছোবে আবার আলিপুরদুয়ার থেকে মাদারিহাট হয়ে বিকেলে টোটোপাড়াতে আসবে রাতে টোটোপাড়াতে বাসটি থাকবে।
এদিন টোটোপাড়াতে বাস পরিষেবা চালু হয় উপস্থিত ছিলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ এলাকার বিশিষ্টজনরা
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার মাদারিহাট ব্লকের টোটোপাড়া থেকে আলিপুরদুয়ার এনবিএসটিসি বাস পরিষেবা চালু হল