মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকার যোগা ব্যায়ামের দল এবার পাড়ি দিচ্ছে ঝাড়খন্ডের হাজারিবাগে

0
156

কোচবিহার:- মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকার যোগা ব্যায়ামের দল এবার পাড়ি দিচ্ছে ঝাড়খন্ডের হাজারিবাগে। শুক্রবার তারা রওনা দেবেন।তার আগে বুধবার তাদের প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিতে এলাকায় এলেন বিএসএফের ৪০ ব্যাটালিয়নের সিও ভি কে কাসানা।তিনি জানান,”এই যোগ ব্যায়ামের দল ঝাড়খণ্ডে গিয়ে তাদের সেরাটা যাতে তুলে ধরতে পারে সেইজন্য বিএসএফের তরফে সব ধরনের চেষ্টা চলছে।এনিয়ে আমরাও দারুণ আশাবাদী।”
জানা গিয়েছে,বিএসএফের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান এবার হাজারিবাগে অনুষ্ঠিত হবে।যেখানে গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে বিএসএফ সহ বেশ কয়েকটি দল অংশ নেবে।যারা তাদের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করবেন।বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা থেকে একটি যোগারদল এত বড়মাপের অনুষ্ঠানে অংশ নেবার সুযোগ পেয়েছে।এই খবর ছড়িয়ে পড়তেই গোটা ভোটবাড়ি গ্রামে খুশির হাওয়া বইছে।ওই অনুষ্ঠানে অংশ নেবার আগে দলকে বর্তমানে পুরো চাঙ্গা করার প্রস্তুতি চলছে।বুধবারও বিএসএফের তরফে এনিয়ে তাদের প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উল্লেখ, গত ৬ বছর সময় ধরে সীমান্তের এই এলাকায় তারা এই যোগা সেন্টার চালিয়ে আসছেন।কয়েক বছর থেকে বিএসএফের তরফে তাদের দারুণ ভাবে সাহায্য করা হচ্ছে।তাদের ডাকেই ঝাড়খণ্ড যাবার প্রস্তুতি চলছে।এই মেখলিগঞ্জ-ভোটবাড়ি যোগাদলের কোচ রঞ্জিত রায় বলেন,”আমরা বিএসএফের অনুষ্ঠানে যোগদিতে ঝাড়খণ্ড যাচ্ছি।এনিয়ে খোঁজখবর নিতে বুধবার এলাকায় এসেছিলেন বিএসএফের ৪০ ব্যাটালিয়নের কমান্ডেন্ট।বিষয়টি নিয়ে আমরা খুবই খুশি”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here