২৯ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা এবার ইসলামপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে
তারই প্রচার অভিযান শুরু হল ইসলামপুর শহর জুড়ে।
উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল,ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, প্রচার কমিটির সভাপতি বিক্রম দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের
আজ প্রচার উপলক্ষে হাতের লিফলেট নিয়ে ব্যানার নিয়ে ও কাটুন চরিত্রদের নিয়ে পৌরসভা থেকে হাই স্কুল মাঠ অবদি মিছিল করা হয়।হাই স্কুল মাঠে এসে মাঠ পরিদর্শন করেন চেয়ারম্যান ও বইমেলা কমিটির সদস্যরা।চেয়ারম্যান বলেন ইসলামপুর শহরে বইমেলার একটা আলাদা উন্মাদনা আছে । ২৯ তম জেলা বইমেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে ইসলামপুর শহরে হাই স্কুল ময়দানে জেলা লাইব্রেরিয়ান কে বলেছি যাতে ভালো ভালো প্রকাশনী সংস্থা বইমেলায় আসেন তা দেখতে। প্রচার কমিটির সভাপতি বিক্রম দাস বলেন ইন্টারনেটে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ মাধ্যম দিয়েও প্রচার করা হবে, লিফলেট এর মাধ্যম দিয়েও প্রচার করা হবে বড় বড় তোরণ বানিয়েও প্রচার করা হবে, বইমেলা নিয়ে।
বাইট=কানাইয়া লাল আগরওয়াল পৌরসভার চেয়ারম্যান
বাইট=বিক্রম দাস বইমেলা প্রচার কমিটির সভাপতি