গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ স্টার্স ফোর্স গঙ্গারামপুরের নীলডাঙ্গা এলাকা থেকে কোটি টাকার উপরে নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ বাংলাদেশি পাচার হবার আগেই উদ্ধার করল, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলো ৬জনকে, শোরগোল এলাকা জুড়ে গঙ্গারামপুর ২৫ শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর।গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ স্টার্স ফোর্স বিশেষ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার উপরে নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিল বাংলাদেশের পাচার হওয়ার আগেই তা উদ্ধার করল। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা থেকে ট্রাক গাড়ির মধ্যে থেকে ৩২ হাজার বোতল নিষিদ্ধ এই কাফ সিরাপ উদ্ধার করে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ৬জনকে আটক করা হয়েছে। ঘটনার চলতে শুরু করেছে উক্ত সংস্থা। ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। এসটিএফ স্টার্স ফোর্স সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, মালদা থেকে একটি ট্রাকে করে বেশ কয়েক হাজার নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছে পাচারকারীরা। সেই খবর পেয়ে বিশেষ চালায় উক্ত সংস্থার একটি টিম। গাড়িটিকে ধাওয়া করে তারা গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা স্থানীয় একটি পেট্রোল পাম্পের মধ্যে থেকে সেই ট্রাকটিকে আটক করে ।রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি একটু সংস্থা গঙ্গারামপুর থানা পুলিশকে জানায়। তারাও সেখানে ছুটে যায়। সকাল হতেই ওই গাড়িতে তল্লাশি চালিয়ে দেখা যায় তার মধ্যে প্রায় ৩২ হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাফ সিরাপ বস্তার মধ্যে পেটিতে করে বাধা রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে। সেখানে প্রায় ছয় জন সন্দেহ ৬জন ঘোরাফেরা করায় উক্ত সংস্থা ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।কে যে ওই গাড়ি চালক সে বিষয়টি নিয়েও তারা তদন্ত করছে। এসটিএফএস স্টার্স ফোর্স ও গঙ্গারামপুর থানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা এমন অভিযান চালিয়েছে। গাড়ির মালিককে সে বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্যও 6জনকে আটক করা হয়েছে। স্থানীয় গঙ্গারামপুরে নীলডাঙ্গা পেট্রোল পাম্পের মালিক জানিয়েছেন, রাত্রে পেট্রোল পাম্প থেকে খবর পাই, সেখানে এসে বিষয়টা জানতে পারি। পরে গাড়ির মধ্যে থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ বের করে সংস্থার পুলিশকর্মীরা। তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে। এমন ঘটনায় প্রাথমিকভাবে এসটিএফ স্টার্স ফোর্স কোন আধিকারিক কোন কিছু সাংবাদিকদের বলতে চাইনি। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে। যদিও এসটিএফ স্টার্স ফোর্স দাবি করেছে, তাদের এই সাফল্য জেলা তথা বিভিন্ন জায়গায় বাংলাদেশে পাচারের আগেই নিষিদ্ধ কাপ সিরাপ আরো বাকি জায়গাতেও এমন অভিযান চালানো হবে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ টাস্ক ফোর্স গঙ্গারামপুরের নীলডাঙ্গা এলাকা থেকে...