জলপাইগুড়ি:-
রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। ঘটনার জেরে সামায়িক উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহর সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের পাহাড়পুর মোড়ে। মৃত যুবকের নাম মঞ্জুর আলম (৩৮)। জলপাইগুড়ি পুরসভা এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় স্কুটি সড়কের ধারে রেখে, হেটে জাতীয় সড়ক পার করছিলেন তিনি। সেইসময় দ্রুতগতিতে আসা একটি লরি যুবককে পিষে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতয়ালী থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ এবং দমকল। দেহ উদ্ধার করে জলপাইগুড়ি হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচলে ব্যাহত হয় ৩১নং জাতীয় সড়কে। ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের তরফে জানানো হয়েছে ঘাতক লরিটির খোজে তল্লাশি চলছে।