সামশেরগঞ্জে বিপুল পরিমাণ বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার
মুর্শিদাবাদনঃ জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জের হাসুপুর ফিডার ক্যানেল সংলগ্ন এলাকা থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।
শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফিডার ক্যানেল সংলগ্ন একটি জঙ্গল থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হাসুপুর গ্রামে। ইতিমধ্যেই বোমা রাখার জায়গা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় বোমাগুলো মজুত রেখেছিল তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।