ফরাক্কা: হেরোইন সহ গ্রেফতার দুই
৩০৭ শো গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার দুই। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার আকুরা ব্রিজের কাছে। পুলিশ সূত্রে জানাযায়, গোপন সুত্রে খবর পেয়ে গতকাল রাতে ফরাক্কার আকুরা ব্রিজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে দুই জনকে ৩০৭ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে। ধৃতদের নাম সুভাষ মন্ডল, বয়স ৪০ বছর ও সঞ্জিৎ মন্ডল, বয়স ৩৫ বছর। উভয়ের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চড়সুজা পুর। কী উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি ফরাক্কায় হেরোইন নিয়ে এসেছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিস। ধৃত দুই ব্যক্তিকে আজ ১০ দিনের পুলিস হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ।