জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের গন্ডগোলে মৃত ১, আহত ৪। ধৃত ২

0
477

কোচবিহার :-
জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের গন্ডগোলে মৃত ১, আহত ৪। ধৃত ২ । রবিবার রাতে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন কে কেন্দ্র করে দুই গ্রামের বচসা। পরে নিমিষেই তা পৌঁছে যায় হাতাহাতিতে। পরে দুপক্ষের বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে মারধরের অভিযোগ। ঘটনায় জখম হয় উভয়পক্ষের পাঁচ জন। তুফানগঞ্জ -২ ব্লকের বারকোদালি -১ গ্রাম পঞ্চায়েতের মেসকোকা এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। পরে অনুপ ডাকুয়া নামে (৩৫) ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরতর চিকিৎসকরা। এদিকে গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে যে এলাকায়।গোটা ঘটনায় অভিযুক্ত সন্দেহে রাতেই দুই জন আটক করেছে পুলিশ। এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ পিকেটিং। ঘটনার জেরে স্তব্ধ বাজার ঘাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here